টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত এম এইচ জুট মিলের পাটের গোডাউনে অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটেছে।
রোববার দুপুর ১২টার দিকে মিলের ভেতর টিনশেড পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটনা ঘটে। পরে মুহূর্তের মধ্যেই আগুন গোডাউনের চারপাশে ছড়িয়ে পড়ে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের ম্যানেজার মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা জায়নি।
এস এম এরশাদ/আরএআর/জেআইএম