দেশজুড়ে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি : এলাকায় আতঙ্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পানবাড়ী সীমান্তের ৮০৯ নং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ঘটনা ঘটায়।পাটগ্রাম সদর ক্যাম্প কমান্ডার সুবেদার মকবুল হোসেন এ বিষয়ে জাগো নিউজকে জানান, পানবাড়ী সীমান্তে বুধবার মধ্যরাতে একদল গরু পারাপারকারী ভারতীয় তার কাঁটার বেড়া কেটে গরু আনতে গেলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এ ঘটনায় গরু পারাপারকারীদের মধ্য থেকে দু`একজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিজিবির উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করলেও গুলিতে কেউ আহত বা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেননি।এ ঘটনায় লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী জাগো নিউজকে বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ স্বীকার করলেও গুলিতে কেউ নিহত বা আহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি।এমজেড/এমএএস/আরআই