দেশজুড়ে

কচুরিপানার নিচে মাথাবিহীন মরদেহ

সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩০) মাথাবিহীন গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চান্দাইকোনা কেশরখালি ব্রিজের নিচের কচুরিপানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের পর সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এবি সিদ্দিক জানান, প্রায় মাস খানেক আগে তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে যুবককে অন্য কোথাও খুন করে মাথাবিহীন মরদেহটি ব্রিজের নিচের কচুরিপানায় ডুবিয়ে রেখে পালিয়ে গেছে। তার পরনে ছিল চামড়ার বেল্টসহ ঘিয়ে রঙের জিন্সের প্যান্ট ও গায়ে ছিল পীত রঙের গেঞ্জি (পোলো সার্ট)। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর