চাঁদপুরের কচুয়া উপজেলায় রামদা দিয়ে কুপিয়ে শ্বাশুড়িকে হত্যা করেছে সোহাগ নামে এক পাষণ্ড জামাই। এ ঘটনা আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পাড়াগাঁও ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে জামাই সোহাগ শ্বশুরবাড়ির লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে সোহাগ তার শ্বাশুড়ি খোদেজা বেগমকে (৪৫) কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, খাদিজাকে বাঁচাতে তার মেয়ে (সোহাগের স্ত্রী) শারমিন ও তার বোনের ছেলে সোহেল এগিয়ে আসলে সোহাগ তাদেরও এলাপাতাড়ি কোপাতে থাকে। পরে তারা জখম অবস্থায় বাড়ির বাইরে এসে চিৎকার দিলে প্রতিবেশিরা সোহাগকে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে পুলিশে সোপর্দ করে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, মরদেহ মর্গে পাঠানোর জন্য থানায় আনা হয়েছে। সোহাগকে আটক করে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এএইচ/বিএ/এমএস