দেশজুড়ে

দুই হত্যা মামলায় কুষ্টিয়ায় ৩ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম ও ২য় আদালত এ দুটি রায় দেন।

গৃহবধূ স্নিগ্ধা আক্তার রিমিকে (২০) হত্যার দায়ে স্বামী মো. শিহাব উদ্দিন ওরফে শিশিরকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মুহম্মদ আলমগীর হাসান এ রায় দেন।

এদিকে কুষ্টিয়ায় কিশোর ও ভ্যানচালক নিশান (১৪) হত্যা মামলার দুই আসামির ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

এ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিরপুর উপজেলার স্বরূপদহ পালপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে সন্টু শেখ (২২) ও সলেমান কারিগরের ছেলে মাহাবুল ইসলাম (২৬)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাড. শামস তানিম মুক্তি জানান, ২০১৫ সালের ২৫ জুলাই মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার ইনামুল মণ্ডলের ছেলে নিশান ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরদিন ২৬ জুলাই এলাকাবাসী মিরপুর উপজেলার ভাঙ্গা বটতৈল জিকে ক্যানেলের উত্তর পাশে গলা কাটা অবস্থায় নিশানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নিহত নিশানের বাবা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ এ ঘটনায় কয়েক জনকে আটক করে। এদের মধ্যে সন্টু শেখ ও মাহাবুল ইসলাম ভ্যানচালক নিশানকে হত্যার কথা স্বীকার করে।

পুলিশ তাদের স্বীকারোক্তি অনুযায়ী নিশানের ভ্যানটিও উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম আসামির বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী ও এপিপি অ্যাড. খন্দকার শামস তানিম মুক্তি এবং আসামি পক্ষে ছিলেন অ্যাড. সুব্রত কুমার চক্রবর্তী।

আল-মামুন সাগর/এফএ/এমএস