ছোট বোনের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বড় বোন লায়লা খাতুন (১৪)।
রোববার রাতে উল্লাপাড়া পৌর এলাকার খালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত লায়লা খাতুন এই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে এবং উল্লাপাড়া কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) কাওছার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাতে লায়লার ছোট বোন লাকীর ১০ টাকা চুরি হয়।
লাকী তার বড় বোন লায়লাকে এই টাকা চুরির জন্য অভিযুক্ত করে। ছোট বোনের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বড় বোন লায়লা খাতুন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় ইউডি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস