কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০টি মামলার আসামি জোসেফ (৪২) ডাকাতকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মাঝিরকোনা এলাকায় একটি ইটভাটার কাছ থেকে ৮০ পিস ইয়াবা তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জোসেফ (৪২) করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মাঝির কোনা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বিষয়টি নিশ্চিত করে জানান, আগ্নেয়াস্ত্রসহ ডাকাত জোসেফ মাঝিরকোনা এলাকায় হৃদয় ইটভাটার কাছে অবস্থান করছে- এমন খবর পেয়ে ভোরে কিশোরগঞ্জ সদর সার্কেলের এএসপি অনির্বাণ চৌধুরীর নেতৃত্বে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ জানায়, জোসেফ ডাকাতের নামে করিমগঞ্জ, তাড়াইল ও কিশোরগঞ্জ সদর থানায় ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন আইনে অন্তত ২০টি মামলা রয়েছে।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস