দেশজুড়ে

পানি দিবসের র‌্যালিতে অনুপস্থিত পানি উন্নয়ন বোর্ড

বিশ্ব পানি দিবসের র‌্যালিতে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা যথাসময়ে উপস্থিত ছিলেন না। এ নিয়ে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করেছেন।বুধবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক র্যালিটির সমাপ্তি ঘোষণা করেন। এসময় প্রধান অতিথি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতি দমন অধিদফতরের ভয়ে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডে কোনো কাজ করছেন না। বিভিন্নভাবে আমার কানে কথাগুলো আসে। ভয়টা কেন? আপনাদের কারো চাকরি থাকা উচিত নয়।তিনি আরো বলেন, প্রত্যেকটা টেন্ডারের যারা অংশগ্রহণ করেন তারা ৪০/৪২ শতাংশ লেজ দেয়। তারপরও কাজটা শতভাগ বুঝিয়ে দেয় না। কিভাবে এবং কেন? এটা খোঁজা উচিত ছিল সরকারের। বিষয়টি আমি দেখব। আগামী বছরে যারা এখানে উপস্থিত থাকার কথা তারা যেন উপস্থিত থাকে। তা নাহলে বিষয়টি বিবেচনা নেওয়ার দরকার বলে মনে করি।তবে র‌্যালিতে উপস্থিতির বিষয়টি অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, শুরু থেকেই আমরা র‌্যালিতে ছিলাম। এছাড়া এমপি মহোদয়ের সঙ্গেও এ নিয়ে কথা হয়েছে।জেলা প্রশাসক ড. আমিনুর রহমান বলেন, র‌্যালি যেখান থেকে শুরু হয় সেখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজন ছিলেন না। র‌্যালি শেষে তারা এসেছেন। এনিয়ে এমপি মহোদয়ও ক্ষোভ প্রকাশ করেছেন।শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীসহ, সরকারি কর্মচারী-কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। পরে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আব্বাস আলী/এফএ/পিআর