ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ২৫ বৈশাখ

আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংস্কৃতি মন্ত্রণালয় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী পালনে জাতীয় পর্যায়ের ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানমালা শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ২৫ বৈশাখ এ অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহম্মেদ জানিয়েছেন। এ খবর প্রকাশ হলে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিশাল আনন্দর্যালি বের করা হয়। প্রধানমন্ত্রীর শাহজাদপুরে আগমনকে স্বাগত জানিয়ে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্রসহ দলের সহস্রাধিক নেতাকর্মী-সমর্থক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএ/আরআইপি