বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাগরজা এলাকা সংলগ্ন গজারিয়া নদী থেকে দেড়শ মণ জাটকা ও ৮০ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা। শনিবার দুপুর ২টার দিকে এই জাটকা ও জাল জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেয়া কোস্টগার্ডের কালীগঞ্জ স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জাহিদ জানান, জাটকা নিধন হচ্ছে এমন খবর পেয়ে তারা গজারিয়া নদীতে অভিযান চালান। এসময় কয়েকটি ট্রলার ও নৌকা থেকে ১৫০ মণ জাটকা ও ৮০ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কন্টিজেন্ট কমান্ডার এম জাহিদ।এমএএস/আরআইপি