বিনোদন

এবার ব্র্যান্ড এম্বাসেডর নায়লা নাঈম

এবার নতুন পরিচয়ে আসছেন নায়লা নাঈম। একটি এনার্জি ড্রিংকস এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন সময়ের এই আলোচিত মডেল। শনিবার `সি ফুড এন্ড বেভারেজ` এর নতুন এনার্জি ড্রিংকস `রাশ এনার্জি ড্রিংকস` এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।চুক্তি সম্পন্ন হবার পর নায়লা জানান, আমি খুবই আনন্দিত যে `রাশ এনার্জি ড্রিংকস` এর জন্য আমাকে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নির্বাচন করার জন্য। আমি `সি ফুড এন্ড বেভারেজ` এবং `এশিয়াটিক টকিংপয়েন্ট ` কে ধন্যবাদ জানাচ্ছি । আর আমার ভক্তদের বলব, আপনাদের জন্য আমি নতুন এক চমক নিয়ে আসছি।চুক্তি অনুযায়ী নায়লা `রাশ এনার্জি ড্রিংকস` এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে তাদের বিজ্ঞাপনসহ সকল প্রকার প্রচারণামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবে।এইচএন/আরআইপি