রাজনীতি

ঢাকাকে ওয়াই-ফাই নগরী করার অঙ্গীকার রেজাউলের

ঢাকাকে ওয়াই-ফাই নগরী করাসহ গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও দূর্যোগ ব্যবস্থাপনা উন্নয়নে পর্যাপ্ত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদপার্থী ক্যাপ্টেন রেজাউল করিম চৌধুরী। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে নির্বাচনী ইশতেহারে এ অঙ্গীকার করেন তিনি।‘টেবিল ঘড়ি’ প্রতীকে ভোট চেয়ে ইশতেহারে তিনি বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে প্রতিটি ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার ও মাতৃসেবা কেন্দ্র স্থাপন, নগরবাসীর জন্য চিকিৎসা বিমা প্রচলন করা হবে।রেজাউল করিম চৌধুরী বলেন, নির্বাচিত হলে মেট্রো সরকার প্রচলন, ডিজিটাল নগর পরিকল্পনা, যানজট নিরসনে প্রশস্ত ফুটপাত, বাড়ি ভাড়া আইন সংস্কার ও বাড়ি ভাড়ার সীমা নির্ধারণসহ ঢাকা দক্ষিণকে দক্ষিণ এশিয়ার সিংঙ্গাপুর সদৃশ একটি সফল বাসযোগ্য নগর হিসেব গড়ে তোলা হবে।এ সময় সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক বিচারপতি সিকদার মকবুল হক, ড. মোমেনা খাতুন, আবদুল মালেকসহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।একে/আরআই