দেশজুড়ে

ব্যবসায়ীকে চড় মারলেন ইউএনও

মেহেন্দিগঞ্জের কাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত ইউএনও এর বিরুদ্ধে । শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাজারের অন্য ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।প্রতক্ষ্যদর্শীরা জানায়, মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) কাজী আলিমুল্লাহ কাজীরহাট বাজারের ব্যবসায়ী শাহ আলম নলীকে কয়েকটি চড় মারেন।ব্যবসায়ী শাহ আলম নলী অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত তিনি কাজীরহাট বাজারে মুদি দোকানের ব্যবসা করে আসছেন। বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে (ভারপ্রাপ্ত) ইউএনও আলিমুল্লাহ তাকে রাস্তার পার্শ্বে বিস্কুটের প্যাকেট  রাখছেন কেন জানতে চায়।তখন ব্যবসায়ী বলেন, সব ব্যবসায়ীরা রাখে তাই আমিও রেখেছি। এসময় ইউএনও ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী শাহ আলমকে উদ্দেশ্য করে বলেন দাড়ি রেখেছেন কেন। একথা বলায় ওই ব্যবসায়ী বলেন, স্যার দাড়ি নবীর সুন্নত বলার সাথে সাথেই কয়েকটি চড় মারেন ইউএনও (ভারপ্রাপ্ত) আলিমুল­াহ ।কাজীরহাট বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান নেহাল জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম নলীকে চড় মারতে গেলে অন্য ব্যবসায়ীরা ইউএনও স্যারকে ধরে ফেলেন।কাজীরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার জানান, বাজারের রাস্তার মাঝে দোকানের সামগ্রী রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে ওই ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর বেশী তার কিছু জানা নেই বলে জানান ওসি। এ ঘটনায় (ভারপ্রাপ্ত) ইউএনও কাজী আলিমুল্লা’র মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।এমএএস/আরআই