বিনোদন

৬ হাজার বার মরেও যিনি জীবিত

মঞ্চে পারফর্ম করা খুব কঠিন একটি কাজ। চীনের মঞ্চে এটা আরো কঠিন বলে প্রমানিত হয়েছে। কারণ চীনা মঞ্চে নাটক করতে গিয়ে দর্শকদের হাতে মারধরের শিকার হয়েছেন ২৭ বছর বয়সী অভিনেতা ইয়ং লি।চীন ও জাপানের মধ্যে যুদ্ধ নিয়ে নির্মিত ওই মঞ্চনাটকে ভিন্ন ভূমিকাই নিয়েছেন ইয়ং লি। কারণ ছয় হাজার বার মৃত্যুবরণ করেও জীবিত আছেন তিনি।সান শি সাংস্কৃতিক পার্কে এই নাটকটির বিভিন্ন শো প্রতিদিন প্রদর্শিত হচ্ছে। এই নাটকে ইয়ংকে সবসময় খারাপ জাপানি সৈনিকের ভূমিকা দেওয়া হয়।ইয়ং লি জানান, এই নাটকের প্রতিটি শোতে তাকে নেতিবাচক চরিত্র হিসেবে দেখানো হয় এবং প্রত্যেক নাটকেই মারা গেছেন তিনি।এই নাটকে প্রতিদিন ৬ থেকে ৭ বার মারা যান ইয়ং লি। ফলে তিনি এখন পর্যন্ত ছয় হাজারেরও বেশি বার মারা গেছেন।ওই অভিনেতা আরো বলেন, ‘নাটকটি দেখার সময় মাঝে মাঝে দর্শকরা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। ফলে জাপানি আর্মিদের কাছ থেকে মুক্তি দিতে দর্শকরা তাকে কয়েকবার মারধরও করেছে।একে/আরআই