চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাটি চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টায় উপজেলার উজিরপুর ৩ নং বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর গ্রামের নূরশেদের ছেলে সিরাজুল (৪৫) ও তোফাজ্জলের ছেলে খুদু (৩৫) । উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মার ভাঙ্গন রোধে নদী তীরে ফেলা জিও ব্যাগ সংগ্রহের জন্য সকাল ৭টার দিকে সিরাজুল ও খুদু নদী তীরে যায়। এক পর্যায়ে বাঁধের মাটি ধসে পড়লে তারা নদীতে পড়ে যায়। এসময় মাটি চাপায় তাদের মৃত্যু হয়। এদিকে, সকাল ৯টার দিকে বাড়ির লোকজন তাদের বিলম্ব দেখে নদী তীরে যায়। সেখানে শুধু কোদাল দেখে সন্দেহ হলে এলাকাবাসীর সহায়তায় নদীর মধ্য থেকে মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। শিবগঞ্জ থানার (ওসি) এম এম মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসএস/এএইচ/পিআর