জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ৮১ হাজার টাকা মূল্যমানের জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর একটি দল।আটকরা হলেন, মূল কারিগর ময়মনসিংহের রুবেল হোসেন (২৮) এবং তার অপর দুই সহযোগী জামালপুরের জাহাঙ্গীর আলম (৩৯) ও জুয়েল তালুকদার (২৭)।র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল জামালপুর জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে।এসময় তাদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা ও ১ হাজার টাকা মূল্যমানের জাল কারেন্সি নোটের মোট ৮১ হাজার টাকা মূল্যমানের জাল টাকা, এক বোতল জালটাকা তৈরির উপাদান (প্রভিসেফ), এক বোতল হায়পো ওয়াটার, এক ব্যাগ জাল কারেন্সি নোট ছাপানোর বিশেষ কালি ও চারটি কাঁচ উদ্ধার করা হয়।আটকরা জিজ্ঞাসাবাদে জানান, জাল টাকার ক্রেতাকে অভিনব উপায়ে আসল একটি নোট থেকে বিশেষ কেমিক্যাল ব্যবহার করে নতুন একটি জাল টাকা তৈরি করে দেখানো হয়। এতে প্রলুব্ধ হয়ে ক্রেতা প্রতারক চক্রের শর্ত মোতাবেক ৩০ হাজার টাকা দিয়ে সদস্য হওয়ার পর তাৎক্ষনিকভাবে ৫ হাজার টাকা তৈরি করে ভিকটিমকে প্রদান করে। এতে ক্রেতা আকৃষ্ট হয়ে আরও টাকা বিনিয়োগ করলে উক্ত টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র উধাও হয়।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি মারুফ আহমেদ।জেইউ/একে/আরআই