সুনামগঞ্জের তাহিরপুরে ওরস মাহফিল চলাকালে প্রতিপক্ষের হামলায় সাজিদুর রহমান টুটুল নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শাহপরান মিয়া (২৪) নামের অপর এক যুবককে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এদিকে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত টুটুল উপজেলা সদরের মধ্যতাহিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে। সে স্থানীয় জয়নাল আবেদীন মহা বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র। আহত শাহপরান একই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
তাহিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমির উদ্দিন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুরহান উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর গ্রামে অবস্থিত জাহের বাবার মাজারে ওরস মাহফিল চলছিল। ওরস চলাকালীন সময়ে লক্ষ্মীপুর ও ধুতমা গ্রামের একদল যুবকের সঙ্গে কথা টুটুল ও শা্হপরানের কাটাকাটি হয়।একপর্যায়ে সংঘবদ্ধ ওই যুবকরা তাদেরকে এলোপাতারি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই টুটুলের মৃত্যু হয়। আহত হয় শাহপরান।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রাজু আহমেদ রমজান/আরএআর/আরআইপি