পহেলা বৈশাখে নারীর শ্লীলতাহানির ঘটনায় জড়িত বখাটেদের গ্রেফতার করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। রোববার দুপুরে শাহবাগ থানা ঘেরাও করে এ আলটিমেটাম দেন তারা। এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। থানার ফটকে কর্তব্যরত পুলিশ তাদের বাধা দেয়। পরে ঢাবির সহকারী প্রক্টর অধ্যাপক রবিউল ইসলাম গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনেন। এর আগে চারুকলা অনুষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে চারুকলা অনুষদের ডিনসহ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।এসময় তারা বখাটেদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকারও তীব্র সমালোচনা করেন তারা। এমএইচ/একে/আরআইপি