বরগুনার তালতলী ইকোপার্কে বেড়াতে গিয়ে কুমিরের থাবায় প্রাণ গেল পর্যটক রনির (২৯)। শনিবার দুপুরে ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্র এ ঘটনা ঘটে। নিহত রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে রনি কাছ থেকে কুমির দেখার জন্য ট্যাংরাগিড়ি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রে ভেতরে প্রবেশ করে। এসময় হঠাৎ একটি কুমির রনিকে থাবা দিয়ে পানির ভেতরে নিয়ে যায়। এরপর বেশ কয়েকটি কুমির মিলে তার দেহের কিছু অংশ খেয়ে ফেলে।
এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, নিহতের শরীরের অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/জেআইএম