জাতীয়

সিটি নির্বাচন : প্রার্থীদের কাছে পথশিশুদের জন্য ৫ দফা দাবি

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে পথশিশুদের জন্য ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সোশ্যাল এন্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম-সিপের পক্ষ থেকে এ দাবি উত্থাপন করেছে। একই সঙ্গে তা বাস্তবায়নে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অঙ্গীকার করবেন বলে আশা প্রকাশ করা হয়।রোববার গণমাধ্যমে পাঠানো সিপের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের অধীন সকল স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পথশিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত, সকল পাবলিক টয়লেটে বিনামূল্যে পথশিশুদের প্রবেশের সুযোগ প্রদান, কমিউনিটি সেন্টারের অব্যবহৃত অংশ পথশিশুদের ব্যবহারের অনুমতি প্রদান, কর্পোরেশনের অধীন অব্যবহৃত জমি বা অন্যান্য অংশ পথশিশুদের আশ্রয় দেওয়া এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে পথশিশুদের ভাগ্য উন্নয়নে প্রকল্প প্রণয়ন ও বরাদ্দ নিশ্চিত করা। সর্বোপরি পথশিশুদের প্রয়োজনীয় সকল সেবা সিটি কর্পোরেশনের মাধ্যমে নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।সোশ্যাল এন্ড ইকোনমিক এনহেন্সমেন্ট প্রোগ্রাম (সিপ) ১৯৮৫ সাল হতে সুবিধাবঞ্চিত মানুষ, বিশেষ করে শিশুশ্রমিক, পথশিশু ও ভাসমান মানুষের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে রাজধানীতে কাজ করছে।সর্বশেষ গবেষণা তথ্যানুযায়ী রাজধানীতে প্রায় আড়াই লাখ পথশিশু রয়েছে। যাদের বিষয়ে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সুনির্দ্দিষ্ট অঙ্গীকার থাকা উচিৎ। আর সেজন্যই আমরা দাবিগুলো প্রার্থীদের সামনে তুলে ধরেছি।এইএচ/আরএস/আরআই