কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে গাছের চাপায় রইছ উদ্দিনের (৬০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার জয়কা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রইছ উদ্দিন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মৃত অাব্দুল জলিলের ছেলে।
করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নূর মোহাম্মদ/এআরএ/জেআইএম