সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহলায় সোহেল (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে।
শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে অপর এক যুবককে আটক করা হয়।
নিহত সোহেল রেলওয়ে কলোনী মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রী।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয়রা সোহেলের ঘরের জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি