ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে ৩২ পরিচালক পদের জন্য ৮৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৪৪ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।রোববার বিকেলে নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমদ এবং ইন্ট্রাকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই’র বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে এসব মনোনয়নপত্র দাখিল করা হয়।এফবিসিসিআই’র নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ এপ্রিল পরিচালক পদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। যাচাই-বাছাই শেষে ৬ মে খসড়া এবং ১১ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।উল্লেখ্য, সর্বমোট ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআইয়ের বোর্ড গঠন হবে। এর মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২০জন পরিচালক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয়ে আসবেন।এসআই/একে/আরআইপি