রাজনীতি

কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা শাকিল গ্রেফতার

বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা মামলায় ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। শনিবার রাতে রাজধানীর চামেলীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র (মিডিয়া) সহকারি কমিশনার (এসি) রবিউল আরাফাত।জানা গেছে, গ্রেফতারকৃত ওই কাউন্সিলর প্রার্থীর নাম কাজী হাসিবুর রহমান ওরফে শাকিল। তিনি সংশ্লিষ্ট এলাকায় বিএনপি’র সক্রিয় নেতা।রবিউল আরাফাত জানান, পল্টন থানা এলাকায় বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকাণ্ডসহ ককটেল বোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের সরকারী কাজে বাধা দিয়ে পুলিশকে আক্রমণ ও আহত করার ঘটনায় গত ১১/০১/২০১৫ তারিখ পল্টন থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।জেইউ/আরএস/আরআই