দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষার ফলাফল ও ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, হাবিপ্রবির ২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গত ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হয় এবং ১৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করে।
হাবিপ্রবি জনসংযোগ ও প্রকাশনা শাখা পরিচালক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি