দেশজুড়ে

বগুড়ায় শিক্ষার্থীকে পিটিয়ে জখম

বগুড়ার ধুনটে পাঠ্য বইয়ের পড়া মুখস্ত বলতে না পারায় আল-রাফি (৮) নামে এক শিশু শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক। সোমবার সকাল ৭টার দিকে ধুনট দারুল উলম কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশু শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বভরনশাহী গ্রামের গোলাম রব্বানীর ছেলে আল-রাফি প্রায় তিন বছর ধরে ওই মাদরাসায় লেখাপড়া করেছে। একই মাদরাসায় ৯ মাস যাবৎ সহকারী শিক্ষক পদে চাকরি করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামের ইলিয়াস আহম্মেদ (৩০)।

সোমবার সকালে আল-রাফিকে পাঠ্য বইয়ের পুরানো পড়া মুখস্ত বলতে বলেন ওই শিক্ষক। কিন্তু আল-রাফি পড়া মুখস্ত বলতে না পারায় বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করে। অসুস্থ আল-রাফিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

শিশু রাফিকে নির্যাতনের খবর ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ জনতা মাদরাসার শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও পৌরসভার মেয়র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শিক্ষক ইলিয়াস আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পড়া না পারায় আল-রাফির শরীরে বেত দিয়ে হালকাভাবে দুইটি পিটুনি দেয়া হয়েছে। তাকে অতিরিক্ত কোনো নির্যাতন করা হয়নি।

ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ড বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা বলেন, হাসপাতালে ভর্তি শিশু শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নেয়া হয়েছে। বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।

এআরএ/এমএস