বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ যুবলীগ নেতা দুলাল চন্দ্র মোহন্তকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোয়ালগাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল চন্দ্র মোহন্ত উপজেলা যুবলীগের সভাপতি। তিনি উপজেলার হিন্দুপাড়ার মৃত রঘুনাথ মোহন্তের ছেলে।
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন কাজল, দুলাল চন্দ্র গোয়ালগাড়ি এলাকায় পুকুর দেখাশোনার জন্য একটি ঘরে রাতে থাকেন। সোমবার গভীর রাতে গোপনে খবর পেয়ে ওই ঘর থেকে গাঁজাসহ দুলালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই আলী আকবর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দুলাল মাদক সেবন ও বিক্রি করে আসছিল। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, নন্দীগ্রাম যুবলীগের সভাপতি দুলাল মাদকসহ গ্রেফতার হবার খবর শুনেছেন। তার বিরুদ্ধে শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এআরএ/পিআর