দেশজুড়ে

সাতক্ষীরায় শিশুসহ দু’জনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে বাবলুর রহমান (২৮) নামে একজন নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন অপর চালক।

বুধবার সকাল ১০টার দিকে শ্যামনগরের গোডাউন মোড়ে এ দুঘটনা ঘটে। নিহত বাবলুর রহমান ইসমাইলপুর গ্রামের বাসিন্দা। আহত বেলাল হোসেন একই গ্রামের বাসিন্দা।

এদিকে, উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোনা গ্রামে পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের সাহাবুদ্দীন মোল্লার ছেলে। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার ও আহতকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাছাড়া পানিতে ডুবে এক শিশু মারা গেছে।

আকরামুল ইসলাম/এফএ/পিআর