নওগাঁয় হিরোইনসহ গ্রেফতার মো. ফানছুকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান এ দাণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ফানছু ধামইরহাট উপজেলার নামা আঙ্গরত গ্রামের ফয়েজ উদ্দিন মন্ডলের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রাজশাহী থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। এসময় ফানছুর দেহ তল্লাশি করে একটি পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫০ গ্রাম হিরোইন জব্দ করা হয়। এরপর সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে নওগাঁ সদর মডেল থানায় ফানছুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। প্রায় এক বছরেরও বেশি সময় শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. মোজাহার আলী এবং আসামিপক্ষে অ্যাড. মাহফুজার রহমান চৌধুরী ও জয়নুল আবেদীন মিন্টু।
আব্বাস আলী/এআরএ/আরআইপি