দেশজুড়ে

নওগাঁয় ৪ জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁর মান্দা, রাণীনগর ও আত্রাই উপজেলা থেকে চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিভিন্ন সময় উপজেলাগুলো থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, মান্দা উপজেলার সৈয়দপুর পূর্বপাড়া গ্রামের কাবিল উদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৩), একই গ্রামের হাবিল উদ্দীনের ছেলে বিদ্যুৎ হোসেন (২২), রাণীনগর সদর ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে রুহুল আমিন মোল্লা (৫০) এবং আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের লছির মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, মোবারক হোসেন ও বিদ্যুৎ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার তালিকাভুক্ত জেএমবি সদস্য। তারা নাশকতামূলক সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

রাণীনগর থানার এসআই শফিকুর রহমান বলেন, গোপন সংবাদে দুপুরে অভিযান চালিয়ে রুহুল আমিন মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, রফিকুল ইসলাম জেএমবির তালিকাভুক্ত সদস্য। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

আব্বাস আলী/এফএ/এমএস