দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২৫৮১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।আটকরা, হলেন শিবগঞ্জ উপজেলার বহরম হঠাৎপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে খইবুর রহমান (৩৯) ও একই গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে অহিদুর রহমান (২৮)। র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কানসাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  ২৫৮১ বোতল ফেনসিডিলসহ খইবুর রহমান ও অহিদুর রহমানকে আটক করা হয়। আটকদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসএস/এমএএস/আরআইপি