মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের বাস ও অটোরিকশার সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে লৌহজংয়ে উপজেলার মেদেনীমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত একজন যাত্রীর নাম সিদ্দিকুর রহমান বলে জানা গেছে। অপর নিহত নারী যাত্রীর নাম পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপারীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা দুই যাত্রীর মৃত্যু হয় ও অপর ৫ যাত্রী আহত হয়।লৌহজং থানা পুলিশে ওসি রেজাউল হক জানান, মৃতদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এমএএস/আরআই