দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে রাজু মোল্লা নামে এক ভুয়া এসআইকে আটক করেছে র্যাব-৮।
ফরিদপুর র্যাব-৮ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে র্যাবের একটি বিশেষ দল গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় বাসে তল্লাশি করছিল। এসময় ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি বাসে পুলিশের পোশাক পড়ে বসে থাকা রাজু মোল্লাকে সন্দেহ হয়। সে সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু ভুয়া এসআই বলে প্রমাণিত হয়।
আটক রাজু মোল্লা গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুরের ঝিলটুলি এলাকায় বসবাস করেন।
রুবেলুর রহমান/এআরএ/পিআর