দেশজুড়ে

বড়হাট জঙ্গি আস্তানার জানালা বুলেটপ্রুফ

মৌলভীবাজারের বড়হাটের জঙ্গি আস্তানার জানালাগুলো বুলেটপ্রুফ বলে ধারণা করছেন পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিমের সদস্যরা।

বাইরে থেকে সোয়াটের ছোঁড়া গুলিতে জানালার কাঁচ ভাঙছে না। অভিযানের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে- বাড়ির ভেতরের অবস্থা বেশ জটিল বলে জানিয়েছেন সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটে বড়হাটের এই বাড়িতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়েছে।

অভিযান চলাকালে জঙ্গি আস্তানার বাইরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মনিরুল জানান, ‘ভেতরে খুব জটিল পরিস্থিতি। বাড়ির ভেতর একাধিক কামরায় চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে। তার মধ্যে একজন বোম্ব এক্সপার্ট রয়েছে বলেও আমাদের ধারণা। ঘেরাও এর সময় থেকেই একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে তারা। গুলিও করেছে।’ বড়হাটের এই বাড়ির জানালার গ্লাসগুলো শক্তিশালী কাঁচের তৈরি বলেও জানান মনিরুল।

অভিযানের নাম কেন ‘অপারেশন ম্যাক্সিমাস’ এই প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ‘সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে জটিলতার ব্যাপকতা বোঝাতে এই নাম রাখা হয়েছে।’

শুক্রবার সকাল ৭টার দিকে বড়হাটের ওই বাড়ির সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। পৌনে ৮টার দিকে সিটিটিসি`র সোয়াট টিমের সদস্যরা সেখানে এসে পৌঁছান। রাতে অভিযান চালানো বেশি ঝুঁকিপূর্ণ বলে সকালে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে একটি জঙ্গি আস্তানায় সোয়াট টিমের ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হয়। অভিযানে এক পুরুষ, দুই নারী ও চার শিশু মারা যায়।

এআরএ/পিআর