দেশজুড়ে

নড়াইলে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামে রুমি বেগম (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রুমির স্বামী বাবুল শেখ (৩০) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত বাবুলকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বসতবাড়ির জমি নিয়ে বাবুল শেখের সঙ্গে প্রতিবেশী দুলু শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বাবুল শেখ আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী দুলু শেখের নেতৃত্বে তার লোকজন শুক্রবার সকালে বাবুল শেখের বাড়িতে হামলা চালায়। দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দুলু শেখের লোকজন বাবুল শেখকে এলোপাতাড়ি কুপাতে থাকে। বাবুলের স্ত্রী রুমি বাধা দিলে সন্ত্রাসীরা রুমিকে কুপিয়ে হত্যা করে।

নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

হাফিজুল নিলু/আরএআর/পিআর