কিশোরগঞ্জে সম্মিলিত নাগরিক ফোরামের আয়োজনে চিয়ারআপ স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-এর সৌজন্যে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এ কনসার্র্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কনসার্ট। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কয়েকটি দেশাত্ববোধক গানে নৃত্য পরিবেশন করা হয়।
তবে মূল অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বেলা ৫টার দিকে হানা দেয় বৃষ্টি। বৃষ্টির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ৬টার দিকে আবারও কনসার্ট শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে এসে দর্শকদের মাতান শিল্পী জুবায়ের। এরপর একে একে মঞ্চে আসেন ঢাকার খ্যাতিমান শিল্পীরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ রাখতে হয় অনুষ্ঠান। তখনও দর্শকরা অপেক্ষায় পড়শীর।
অবশেষে বৃষ্টি থামার পর মঞ্চে আসেনে এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শী। একের পর এক সঙ্গীতের বাঁধনে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন।
বৃষ্টিভেজা মাঠে অসংখ্য দর্শক উপভোগ করেন স্বাধীনতা কনসার্ট। রাত সাড়ে ৮টার দিকে শেষ হয় চিয়ারআপ স্বাধীনতা কনসার্ট।
কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি জানান, নতুন প্রজন্মকে স্বাধীনতা ও দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর লক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়।
নূর মোহাম্মদ/আরএ্আর/পিআর