রাজনৈতিক অস্থিরতা ও বিনিয়োগ আস্থার অভাবে চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার প্রকাশিত বৈশ্বিক এই আর্থিক সংস্থার ত্রৈমাসিক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়।অক্টোবর-ডিসেম্বরভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে পারলে প্রবৃদ্ধি আরো জোরালো হবে। তবে এডিবি তাদের প্রতিবেদনে আশার কথাও শুনিয়েছে। সংস্থাটি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতিতে পুনরুদ্ধার অব্যাহত থাকায় রফতানি ও প্রবাস আয়ের ওপর ভর করে আগামী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে।উল্লেখ্য, সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ প্রাক্কলন করেছিলো। তবে সম্প্রতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জিত না হলেও, এবার প্রবৃদ্ধি কোনোভাবেই সাড়ে ৬ শতাংশের কম হবে না।এডিবি তার সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছিলো- এবার প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশের কম হবে না। তবে ডিসেম্বরভিত্তিক প্রতিবেদনে প্রবৃদ্ধি আরো হ্রাস পাবে বলে আভাস দেয়া হলো।বৈশ্বিক এই সংস্থাটির মতে, অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও দেশটির সামনে মধ্য ও দীর্ঘমেয়াদী বেশ কিছু চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, গ্যাস-বিদ্যুৎ ও শিল্পের উপযোগী জমির স্বল্পতা, দুর্বল কর্মদক্ষতা ও ব্যয়বহুল ব্যবসায় খরচ উচ্চ হারে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাঁধা। এসব চ্যালেঞ্জ বিদ্যমান থাকায় কাঙ্ক্ষিত মাত্রায় প্রবৃদ্ধিও হচ্ছে না।সংস্থাটি বাংলাদেশের সামষ্টিক অর্থ ব্যবস্থাপনার প্রশংসা করেছে। প্রবৃদ্ধি বাড়াতে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়ে এডিবি বলেছে, অবকাঠামোগত বিশেষ করে বিদ্যুৎ খাতের চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে।একে/আরআই