দেশজুড়ে

তারা নির্বাচিত হলে চসিক সন্ত্রাসীদের আখড়া হবে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি নির্বাচনের মেয়র পদ প্রার্থী সোলায়মান আলম শেঠ বলেছেন, প্রতিপক্ষের নির্বাচনী কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করে, কর্মীদের প্রচারণায় হামলা করে, পোস্টার-ব্যানার ছিড়ে ফেলে এবং প্রতিপক্ষের লোকজনকে হামলা মামলার ভীতি প্রদর্শন করে যারা ক্ষমতায় আসতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়। পাশাপাশি তাদের হাতে চট্টগ্রামবাসীও নিরাপদ নয়। মঙ্গলবার সকালে নগরীতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি সিটি কর্পোরেশনকে সন্ত্রাসী দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে ডিশ এন্টেনা মার্কায় ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রী তপন চক্রবর্ত্তী, নগর জাপা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ মিয়া প্রমুখ।এমএএস/আরআইপি