দেশজুড়ে

তুলে নেয়ার ২১ দিন পর অস্ত্রসহ গ্রেফতার

বাড়ি থেকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার ২১ দিন পর পলাশ দাশকে অস্ত্রসহ আটক দেখিয়েছে পুলিশ। গত ৯ মার্চ রাতে গোপাল দাশের ছেলে পলাশ দাশকে সাতক্ষীরার তালা উপজেলার সুজনশাহ গ্রামের নিজবাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

একইসঙ্গে তুলে নিয়ে যায় একই গ্রামের নুর ইসলামের ছেলে তালহা ও মাগুরাডাঙ্গা গ্রামের চরমপহ্নি নেতা বিদ্যুৎ বাছাড়কেও। তুলে নিয়ে যাওয়া দুইজন ১২ মার্চ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

তবে তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে পলাশ দাশকে ইসলামকাটি মোড় এলাকা থেকে একটি পিস্তলসহ আটক করা হয়েছে।

পলাশকে ২১ দিন আগেই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিলো জাগো নিউজের এমন প্রশ্নে তিনি বলেন, দেখি তাদের পরিবারের সঙ্গে কথা বলে তারা কী বলেন।

এদিকে গ্রেফতার পলাশ দাশের বাবা গোপাল দাশ জাগো নিউজকে জানিয়েছিলেন, ৯ মার্চ বৃহস্পতিবার রাত ১২টার দিকে আটজন পুলিশ এসে তার ছেলেসহ দুইজনকে ধরে নিয়ে গেছে। তারা ঘরে বসে টিভি দেখছিল। পরে বিভিন্ন মাধ্যমে শুনেছি তাদের মধ্যে একজন শীর্ষ চরমপন্থী নেতা বিদ্যুৎ। এরপর থানায় গিয়ে ছেলের কোনো সন্ধান পায়নি। ওইদিন আটকের বিষয়টি অস্বীকার করে তালা থানা পুলিশ।

অপরদিকে জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ২১ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/এমএস