খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত ছাড়া সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা জঙ্গিদের পৃষ্টপোষকতা করে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে। তাদের জাতীয় ঐক্যের ডাক ভুয়া এবং ফালতু কথা।
শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম আরও বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেণি-পোশার মানুষ আজ রাস্তায় নেমেছে। তাই জাতীয়্ ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে। আর জাতীয় ঐক্যের প্রয়োজন নেই।
বিভিন্ন দেশের জঙ্গি অভিযানের কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, পশ্চিমাদেশগুলো যেভাবে জঙ্গি নির্মূল করছে ঠিক একই পদ্ধতিতেও বাংলাদেশে জঙ্গি নির্মূল হচ্ছে। তাদের চেয়ে অনেক সফলতার সঙ্গে এই অভিযান পরিচালনা করছে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী। জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়,জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.গোলাম মহিউদ্দিন,ব্যরিষ্টার শামীম আহম্মেদ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনি,দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি একেএম আজিজুল হক,সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
বি এম খোরশেদ/আরএআর/পিআর