শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বুধবার মানববন্ধন ও র্যালি কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষক পরিষদ। মঙ্গলবার রাত সাড়ে নয়টায় এক জরুরি সভাশেষে পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমান। তিনি বলেন, উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার ১২টায় ক্যাম্পাসে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হবে।এদিকে মঙ্গলবার বিকেলে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সাথে সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি এই মর্মে পদত্যাগী শিক্ষকদেরকে পুনরায় বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানান। এছাড়া উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য এগ্রিকালচার এ্যাণ্ড মিনারেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. নারায়ণ সাহার নেতৃত্বে পাঁচ অনুষদের ডিনের সমন্বয়ে এক কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। কমিটির প্রধান অধ্যাপক নারায়ণ সাহা বলেন, আসলে ব্যাপারটা খুবই কঠিন। আমাকে মাত্র দায়িত্ব দেওয়া হয়েছে। এখনও শিক্ষকদের সাথে কথা বলা হয়নি। তবে তিনি আশা প্রকাশ করেন যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করা হবে।উল্লেখ্য, শিক্ষকদের সাথে অসদাচরণসহ নানা অভিযোগে গত রোববার বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে পদ্যতাগের জন্য আল্টিমেটাম দেয় আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের একাংশ। বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী পদত্যাগ না করায় সোমবার সকাল ১১টার দিকে উক্ত গ্রুপ সমর্থিত ৩৫জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রেজিস্টারের কাছে পদত্যাগপত্র জমা দেন।এদিকে গত দুইদিন ধরে প্রশাসনবিহীন অবস্থায় চলছে শাবি। ক্লাস পরীক্ষা চললেও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা। প্রক্টর ও সহকারী প্রক্টর ছাড়া একটা ক্যাম্পাস কিভাবে চলতে পারে এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এছাড়া প্রাধ্যক্ষবিহীন হলসমূহের শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় সময় কাটাচ্ছেন বলে মন্তব্য করেছেন হলে বসবাসকারী একাধিক শিক্ষার্থী। এভাবে দীর্ঘদিন চলতে থাকলে ক্যাম্পাসে শিক্ষাদানের পরিবেশটাও একদিন চলে যাবে এমনটাই আশঙ্কা করছেন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।এসএস/এএইচ/এমএস