দেশজুড়ে

দাফনের সময় যুবকের মরদেহ নিয়ে গেল পুলিশ

শেরপুরে দাফনের সময় এক যুবকের মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। পরে সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আজিজুল হক কালু (২৮) নামে ওই যুবক পৌর শহরের কসবা শিবোত্তর এলাকার মৃত ফকির মিয়ার ছেলে। পেশায় তিনি রিকশা-সাইকেল মিস্ত্রি ছিলেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে পৌর কাউন্সিলর মিতুল ও স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানতে পারি মারধরের কারণে বুকে ব্যথা পেয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ওই যুবকের বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, সুরতহালে দৃশ্যমান কোনো কিছু পাওয়া যায়নি। যুবকের পরিবার থেকেও থানায় কোনো অভিযোগ করা হয়নি।

তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর ঘটনার বিষয়ে সবকিছু পরিষ্কার জানা যাবে।

হাকিম বাবুল/এএম/জেআইএম