বিনোদন

তানভীর তারেকের সেলিব্রিটি লাউঞ্জে মিলন-বন্যা

বর্তমানে অভিনয়ের পেশাদারিত্ব বা অভিনয় শিল্পী সংঘের কার্যক্রম, তারকাদের সেলফি প্রীতি, এখনকার দর্শকদের চাহিদা এই সকল বিষয় নিয়েই প্রাণবন্ত আড্ডা হলো এশিয়ান টিভির সেলিব্রিটি লাউঞ্জে।

প্রতিভাবান সংগীত পরিচালক ও উপস্থাপক তানভীর তারেকের উপস্থাপনায় আড্ডায় অংশ নিলেন দেশের দুই গুণী অভিনয় শিল্পী আনিসুর রহমান মিলন ও বন্যা মীর্জা। তারা দুজন একই নাট্যদলের কর্মী ছিলেন। সেই হিসেবে এই দুই গুণী শিল্পী দীর্ঘদিন পর এক ফ্রেমে বসে আড্ডা দিলেন। তাই আড্ডা দিতে গিয়ে তারাও নস্টালজিয়ায় চলে গেলেন। বললেন একসময় কলাবাগানে তাদের দিনরাতের আড্ডাবাজির কথা, শিল্প ভাবনার কথা।

তানভীর তন্ময়ের প্রযোজনায় এশিয়ান টিভির সেলিব্রিটি লাউঞ্জ অনুষ্ঠানটি ৩ এপ্রিল সোমবার রাত ৯ টায় প্রচার হবে। এশিয়ান টিভির এই নিয়মিত আড্ডার অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘আমরা এই অনুষ্ঠানে কোনো বিশেষ বিষয় রাখি না। কারণ আড্ডা দিতে দিতেই নানান বিষয়ের অবতারণা হয়। এবারেও খুব দারুণ কিছু টপিক এসেছে আনিসুর রহমান মিলন ও বন্যা মীর্জার সাথে কথপকথোনে । আশা করছি দর্শকেরাও তা দারুণভাবে উপভোগ করবেন।’

এদিকে আনিসুর রহমান মিলন আজকাল চলচ্চিত্রেই বেশি ব্যস্ততায় দিন পার করছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‌তার অভিনীত ‘ক্রাইম রোড’ নামের একটি ছবি। এখানে তিনি সায়লা সাবির বিপরীতে অভিনয় করেছেন।

অন্যদিকে আগের মত আর নিয়মিত দেখা যায় না অভিনেত্রী বন্যা মির্জাকে। তবে মাঝেমাঝেই তিনি হাজির হন নানা রকম চরিত্রে; নাটক-টেলিফিল্মে।এলএ