ক্যাম্পাস

অডিও ফাঁসের ঘটনায় ইবি শিক্ষক রুহুল আমিনকে অব্যাহতি

শিক্ষক নিয়োগ সংক্রান্ত অডিও ফাঁসের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিনকে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লাতিফ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম থেকে অভিযুক্ত ওই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

তদন্ত কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিনিয়র অধ্যাপক রুহুল কে এম সালেহকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তপন কুমার জোদ্দার এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল কে এম সালেহ জাগো নিউজকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ঘটনার সত্যতা উদঘাটন করে সম্পূর্ণ নিরপেক্ষ একটি প্রতিবেদন দেয়া হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস