দেশজুড়ে

হবিগঞ্জে ঘূর্ণিঝড়ে নিহত ৩ : ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড়ে হবিগঞ্জে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বিধ্বস্ত হয়েছে প্রায় ২ হাজার বাড়ি-ঘর। আংশিক ক্ষতি হয়েছে আরও ৩ হাজার বাড়ি-ঘরের। ভেঙে পড়েছে কয়েক হাজার গাছপালা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার সদর, বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়ে যায়।এসময় বানিয়াচং উপজেলা সদরের বাদাউড়ি গ্রামের আবুল ফজলের ঘরের উপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘরের চাপায় তার ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারী ও তার ৪ বছর বয়সী ছেলে সারওয়ান নিহত হয়। অপরদিকে নবীগঞ্জের পূর্ব তিমিরপুর গ্রামে ঝড়ের সময় ঘরে গাছ পড়ে ঘরের চাপায় লাল মিয়া নামে একজন নিহত হয়।জেলা প্রশাসনের ত্রান ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত বানিয়াচং উপজেলার ৭৭৬টি ঘর-বাড়ি সম্পূর্ণ, ১২০২টি আংশিক বিধ্বস্থ হয়। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৪টিতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে।নবীগঞ্জের পানিউমদা ইউনিয়ন ভূমি অফিস, রাজরানী সুভাষিনী উচ্চ বিদ্যালয়ের চাল উড়ে গেছে। তবে বোরো ধানের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।এমএএস/আরআই