চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক এলাকা থেকে জামায়াতের চার নারী সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতাররা হলেন, মো. আবদুলের স্ত্রী জহুরা বেগম, জুয়েল আলীর স্ত্রী রাণী আরা বেগম, মৃত আবদুর রশিদের স্ত্রী সাহিদা বেগম ও আবদুল জলিলের স্ত্রী শুকতারা বেগম। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয় এবং রোববার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ইন্সপেক্টর সারোয়ার রহমান বলেন, জামায়াতের সদস্যরা গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গুপ্তমানিক বালুটুঙ্গি গ্রামে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম