নোয়াখালীর উত্তর সোনাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নাজমুন নাহার হাসান এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুন নহার নোয়াখালীর সোনাপুরের আবু হাসানের মেয়ে। সে নোয়াখালী সরকারি মহিলা কলেজের বাণিজ্য বিভাগের এবারের এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছিল।
নাজমুন নাহারের মামা দেলোয়ার হোসেন জানান, সকালে সোনাপুরের বাড়ি থেকে নাজমুন নাহার তার মায়ের সঙ্গে পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে কলেজে রওনা হয়। পরে উত্তর সোনাপুর পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে যায় নাজমুন নাহার । স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান/আরএআর/পিআর