দেশজুড়ে

নওগাঁয় আট বস্তা জবাই করা হাঁস উদ্ধার

নওগাঁ শহরের পাইকারি কাঁচা বাজারে সোমবার রাতে কে বা কারা আট বস্তা জবাই করা হাঁস ফেলে রেখে গেছে। বস্তাগুলো কে রেখে গেছে তা এখনও জানা যায়নি। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ সদর কালিতলা পুলিশ ফাঁড়ি বস্তাগুলো উদ্ধার করে। তবে এ নিয়ে স্থানীয় জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দেখা দিয়েছে।

জানা গেছে, আটটি বস্তায় জবাই করা হাঁস শহরের পাইকারি কাঁচা বাজারে ফেলে রেখে গেছে। বস্তাগুলোতে প্রায় ২০০টি হাঁস রয়েছে। প্রতিটি জবাই করা হাঁসের নাড়ি-ভূরি নেই। শুধু শরীর। তবে খামারে রোগের প্রাদুর্ভাব হওয়ায় হাঁস জবাই করে হোস্টেলে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে জানায় স্থানীয়রা।

নওগাঁ বাজার কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, বাজারের নাইটগার্ড ঠিকমতো তার দায়িত্ব পালন করেন। কাউকে হয়রানির করার জন্য ভোরে কেউ এখানে রেখে যেতে পারে।

সদর কালিতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা বলেন, বিষয়টি ভিন্নখাতে ও বিভ্রান্ত করার জন্য বাজারে মধ্যে হাঁসের বস্তাগুলো রাখা হয়েছে। তবে হাঁসের মালিককে পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আব্বাস আলী/এআরএ/এমএস