দেশজুড়ে

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবমাননা করায় যুবক আটক

লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করায় মো. সুমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বালুরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন রামগতি উপজেলার আলেকজান্ডার বালু চর গ্রামের আবদুল মতলবের ছেলে। স্থানীয় জনতা বাজারে তার মোবাইল রিচার্জের ব্যবসা রয়েছে।

রামগতি উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন হেলাল বলেন, ১৫-২০ দিন আগে সুমন তার নিজের ফেসবুক ওয়ালে এমডি সুমন ও এমডি রিমন থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে পোস্ট দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। আটক সুমন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

তবে রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করার অভিযোগে যুবককে আটক করা হয়েছে। ফেসবুকে ছবি পোস্ট করার পর জানাজানি হওয়ায় সে ওই ছবি মুছে ফেলে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

কাজল কায়েস/এফএ/আরআইপি