দেশজুড়ে

গৃহকর্তার গুলিতে ডাকাত নিহত

নওগাঁর বদলগাছীতে ডাকাতির সময় গৃহকর্তার ছোড়া গুলিতে শহিদ (৪৫) নামে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার গয়েশপুর গ্রামে ফজলে আজিজ চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ডাকাতের বাড়ী নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামে বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের ফজলে আজিজ চৌধুরীর বাড়িতে ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির জানালা ভেঙে প্রবেশ করে। এরপর বাড়ির সকল সদস্যদের মারপিট করে ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৭০/৮০ হাজার নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় গৃহকর্তা তাদের লক্ষ্য করে বন্দুকের গুলি ছোঁড়েন।

এতে গুলিবিদ্ধ হয়ে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। এসময় অন্য ডাকাতরা তাদের সহযোগীর মরদেহ ফেলে রেখেই পালিয়ে যায়।

বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/এফএ/পিআর